বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর কার্যকরী কমিটির সিনিয়ার সদস্য, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক, নরসিংদি জেলা সমিতি ইউএসএ ইনক এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী জনাব জে. মোল্লা সানী’র পিতা প্রবীণ মুরব্বী ও সমাজসেবী জনাব আব্দুল জব্বার মোল্লা’র মৃত্যুতে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন বাকা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে। উল্লেখ্য জনাব জব্বার
মোল্লা দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। তিনি গত ২৪ মে তারিখ কুইন্সের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ২৫শে মে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত নামাজে জানাযা শেষে তার মরদেহ ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন
Bookmark the permalink.