বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর বিশেষ সাংগঠনিক সভা গত ১০ই অক্টোবর ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত এই বিশেষ সাংগঠনিক সভায় সংগঠনের পরিচালনায় এ বছর অনুষ্ঠিত ” বাংলা মেলা ” এবং ” গ্রীষ্মকালীন নৌবিহার ” এই দুটি বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সকল সদস্যবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপস্থিত সকল সদস্যবৃন্দের স্বতস্ফূর্ত সম্মতিতে এ বছর মহান বিজয় দিবস ও নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ১৯ শে ডিসেম্বর ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সংগঠনের সকল সহযোগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের সম্মানে আগামী নভেম্বরে একটি নৈশভোজের প্রস্তাব গৃহীত হয়। উক্ত নৈশভোজ এর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল হাসিম হাসনু ও বিদায়ী সভাপতি আহবাব চৌধুরী খোকনকে সর্বসম্মত দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য যে, প্রতিবারের মত এবারও বিজয় দিবসের আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে। চিত্রাঙ্কনের বিষয় “বিজয় ও বাংলাদেশ“।

সংগঠনের সহ সভাপতি মাকসুদা আহমেদকে আহবায়ক, শাহ কামাল উদ্দিনকে সদস্য সচিব এবং মোঃ লিয়াকত আলীকে প্রধান সমন্বয়ক করে আট সদস্যের বিজয় দিবস উদযাপন ও অভিষেক অনুষ্ঠান পরিচালনা পরিষদ গঠিত হয়। উদযাপন পরিষদের অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন, দুলাল রহমান, যুগ্ম সদস্য সচিব রায়হান জামান রানা ও সহ সমন্বয়ক শাহ ইকবাল রাজু, সালমা সুমী।

সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি সারওয়ার চৌধুরী, সহ সভাপতি ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শহীদুল ইসলাম ভূইঁয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, কার্যনির্বাহী সদস্য চৌধুরী মোমিত তানিম প্রমুখ।

শেয়ার করুন
Bookmark the permalink.