বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত ৩২টি দলের অংশগ্রহণের মাধ্যমে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ” বাকা আন্ত:স্টেট ক্যারাম প্রতিযোগিতা ২০২৪ ”
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের হলরুমে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, মোঃ আলমগীর হোসেন, । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, আয়োজন কমিটির আহবায়কও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ। প্রধান অতিথি ও উদ্বোধক আতাউর রহমান সেলিম বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে বাকা এই প্রবাসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্যারাম খেলার মাধ্যমে আমাদের পুরনো লোকসংস্কৃতিকে উপস্থাপন করেছে।

সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন,অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, আয়োজনের প্রধান সমন্বয়কারী ও সংগঠনের প্রচার ও গণ সংযোগ সম্পাদক লিয়াকত আলী, সদস্য সচিব ও সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য চৌধুরী মোমিত তানিম, আয়োজনের যুগ্ম সদস্য সচিব ও সংগঠনের ক্রীড়া বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন।
খেলা পরিচালনার দ্বায়িত্ব পালন করেন বদরুল ইসলাম, দাইয়ান, রাহেল আহমদ, আব্দুস শহিদ, মহসিন মিয়া (লাল), মনসুর আহমদ, দুলাল রহমান, আজিম মিয়া, কবির আহমদ ও লুৎফুর রহমান।

দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে ব্রঙ্কসের সোহেল – খালেদ জুটি কুইন্সের জাহাঙ্গীর – সাখাওয়াত জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ৩য় হয় শিপলু ও নানা জুটি, মিশিগান এবং হাফিজ ও জনি জুটি, নিউজার্সি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট এর ট্রপি জিতেন খালেদ হাসান মিলু। প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের জন্যে ছিল নগদ তিন হাজার ডলার ও ট্রপি, রানার্স আপ নগদ দুই হাজার ডলার ও ট্রপি এবং তৃতীয় স্থানের জন্যে নগদ এক হাজার ডলার ও ট্রপি পুরষ্কার। অংশগ্রহণকারী সবার জন্য ছিল একটি করে মেডেল।

ফাইনাল খেলা শেষে দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বাকা’র সহ-সভাপতি আহমেদ ফয়সল। বাকা সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু ও বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সংগঠক আহবাব চৌধুরী খোকন। সমাপনি বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক সোহেল আহমদ। প্রতিযোগিতায় আগত বিপুল সংখ্যক দর্শক এরকম একটা আয়োজনের জন্যে আয়োজক সংগঠক বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম সুস্থ ক্রীড়া বিনোদন আয়োজনের জন্যে অনুরোধ রাখেন।

শেয়ার করুন
Bookmark the permalink.