সংবিধান

ভুমিকা


রাষ্ট্র পরিচালনায় যেমনি সংবিধান অপরিহার্য তেমনি সংগঠন পরিচালনায় ও সংবিধান বা গঠনতন্ত্রের প্রয়োজনীতা রয়েছে । সংবিধান হচ্ছে একটি সংগঠনের অনুস্মরণিকা । সংগঠন পরিচালনায় এসোসিয়েশনের প্রতিটি নেতৃবৃন্দ এই অনুস্মরণিকা বা সংবিধান অনুস্মরণ করতে হবে ।

১। সংগঠনের নামঃ বাংলাদেশী আমেরিকান কালচারেল এসোসিয়েশন । সংক্ষেপে বিএসিত্র (বাকা) ।
২। সংগঠনের এলাকাঃ সমগ্র নিউ ইয়র্ক সংগঠনের এলাকা হিসাবে বিবেচিত হবে ।

৩। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১) বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের নতুন প্রজন্ম তথা বহিঃবিশ্বে তোলে ধরা ।
২) দেশ ও এই প্রবাসে বিপদ গ্রস্থ মানুষকে সর্বতো ভাবে সাহিয্য ও সহযোগীতা করা ।
৩) নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি গড়ে তোলতে বাংলা ও সঙ্গীত স্কুল প্রতিষ্টা করা ।
৪) অভিবাসীদের কল্যাণে ইমিগ্রেশন সার্ভিসও বছরে একবার স্বাস্থ সেবার ব্যবস্থা করা
৫) বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বহিঃবিশ্বে তোলে ধরতে প্রতিবছর পথ মেলা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন ।
৬) নতুন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্যের বিকাশে নিয়মিত সুভেনির প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা ।
৭) এই দূর প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের আনন্দ বিনোদনে যথাযত উদ্যোগ গ্রহন ও প্রতিবছর বনভোজনের আয়োজন করা।
৮) পবিত্র রমজান মাসে ইফতার পার্টি ও ঈদ ও সারদীয় দূর্গা উৎসবে পুনঃমিলনী অনুষ্টানের আয়োজন করা ।
৯) বাংলাদেশের জাতীয় দিবস সমুহ যথা জাতীয় স্বাধীনতা দিবস ,শহীদ দিবস ও বিজয় দিবস সমুহ যথাযত মর্যাদায় উদযাপন করা ।
১০)দেশে বণ্যা খরা সহ প্রাকৃতিক দূযোগে আক্রান্ত বিপদ গ্রস্থ মানুষকে সাধ্যানুসারে মানবিক সাহিয্য প্রদান করা ।
১১) এই দূর প্রবাসে নতুন প্রজন্মকে শিক্ষা ক্ষেত্রে উৎসাহিত করতে ও কৃতি ছাত্রছাত্রীদের যথাযত পুরস্কিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা ।

৪। সংগঠনের সদস্যঃ সংগঠনে দুই ধরনের সদস্য পদ থাকবে । যথাঃ ক ) সাধারণ সদস্য ও খ) আজীবন সদস্য ।

ক) সাধারণ সদস্যঃ ১৮ বছরের উর্ধ সুস্থ যে কোন বাংলাদেশী সংগঠনের সদস্য ফরম পূরণ পূর্বক সংগঠনের তহবিলে ২০ ডলার জমা দিয়ে এক বছরের জন্য সদস্য হতে পারবে ।তবে সাধারণ সদস্যকে প্রতিবছর ২০ডলার জমা দিয়ে সদস্য পদ নবায়ন করতে হবে ।

খ) আজীবন সদস্যঃ যুক্তরাষ্ট্রে বসবাসরত ১৮ বছরের উর্ধ যে কোন সুস্থ বাংলাদেশী সংগঠনের সদস্য ফরম পূরণ পূর্বক সংগঠনের তহবিলে ২০০ ডলার এককালীন চাঁদা পূরণ পূর্বক সংগঠনের আজীবন সদস্য পদ লাভ করতে পারবে ।আজীবন সদস্যদের জন্য সদস্য পদ নবায়ন করতে হবে না ।

৫। সংগঠনের কমিটিঃ সংগঠন পরিচালনায় একটি কমিটি থাকবে । এ কমিটির সদস্য সংখ্যা হবে ২৩ ।

৬। কমিটির রুপরেখাঃ

পদসদস্য-সংখ্যা
সভাপতি                      ১ জন
সহসভাপতি৫ জন
সাধারণ সম্পাদক১ জন
যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন
কোষাধ্যক্ষ১ জন
সাংগঠনিক সম্পাদক১ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক১ জন
প্রচার ও গণ সংযোগ সম্পাদক১ জন
ক্রীড়া ও চিত্ত  বিনদন সম্পাদক১ জন
আইন ও আন্তর্জাতিক সম্পাদক১ জন
স্কুল শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক১ জন
নির্বাহী সদস্য৬ জন

৭। কমিটির মেয়াদঃ কমিটির মেয়াদ কাল হবে তিন বছর । প্রতি তিন বছর পর পর নতুন কমিটি গঠিত হবে ।

৮। কমিটি গঠন পক্রিয়াঃ কমিটি গঠন প্রক্রিয়ায় সচ্চতা ও জবাব দিহিতা বাঞ্চনীয় ।কমিটি গঠনের তিন মাস পূর্বে বিদায়ী কমিটি সংগঠনের সদস্যদের মধ্য থেকে ১ জনকে প্রধান কমিশনার ও ২ জনকে কমিশনার মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করবে । এ কমিশন গোপন ব্যলটে ভোট গ্রহনের ব্যবস্থা করে নতুন কমিটি গঠন করবে । নির্বাচনের দুই মাস পূর্বে কার্যকরী কমিটি ভোটার তালিকাপ্রস্তুত করে নির্বাচন কমিশন বরাবরে প্রেরণ করবে । নির্বাচন কমিশন এই ভোটার তালিকা অনুসারে নির্বাচনের ব্যবস্থা করবে ।সংগটনের সাধারণ অথবা আজীবন সদস্যপদ না থাকলে কেহ নির্বাচনে বা কমিটির কার্যক্রমে অংশ নিতে পারবেন না ।

৯। বোর্ড অব ট্রাষ্ট্রিঃ সংগঠনের কার্যক্রম পরিচালনায় কার্যকরী কমিটিকে সহায়তা দিতে বোর্ড অব ট্রাষ্ট্রি নামে একটি কমিটি গঠিত হবে । এই কমিটির সদস্য সংখ্যা হবে ৯ জন । সংগঠনের সভাপতি পদাধিকার বলে এই কমিটির সদস্য বলে বিবেচিত হবেন । বাকী ৮ জন সদস্য বাহির থেকে মনোনীত হবেন ।কমিটির সবার পদবী হবে সদস্য । এই কমিটির ও মেয়াদ কাল হবে ৩ বছর । কার্যকরী কমিটি গঠনের দুই মাসের মধে্য কার্যকরী কমিটি এই বোর্ড অব ট্রাষ্ট্রী সদস্যদের মনোনীত করবে ।তবে বোর্ড অব ট্রাষ্ট্রির সদস্যদেরকে সংগটনের সদস্য (সাধারণ সদস্য অথবা আজীবন সদস্য) হতে হবে ।অন্যতায় তিনি বোর্ড অব ট্রাষ্ট্রি হওয়ার যোগ্যতা হারাবেন ।

১০। কমিটি কর্মকর্তাদের কার্যাবলীঃ

ক) সভাপতিঃ সভাপতি হচ্ছেন এই সংগঠনের প্রধান সাংগঠনিক ব্যক্তি । কার্যকরী কমিটি,সাধারণ সভা ও বোর্ড অব ট্রাষ্ট্রির সভা আহবান ও সভায় সভাপতিত্ব করা তার অন্যতম কাজ । তাছাড়া সংগঠনের তহবিল সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের পাশাপাশি সভাপতির স্বাক্ষরে নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে ।

খ) সহ-সভাপতিঃ সভাপতির অনুপস্থিতির ক্রমানুসারে সহ সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন । তাছাড়া সভাপতির প্রত্যাহিক কর্মকান্ডে তাকে সহযোগীতা প্রদান ও কমিটি প্রদত্ত যে কোন দায়িত্ব পালন সহ সভাপতির দায়িত্ব ও কর্তব্য ।

গ) সাধারণ সম্পাদকঃ সাধারণ সম্পাদক হচ্ছেন সংগঠনের প্রধান নির্বাহী । সভাপতির অনুমতি ক্রমে সাধারণ সভা ও কার্যকরী কমিটির সভা আহবান ও পরিচালনা করা তার অন্যতম প্রধান কাজ । তাছাড়া সংগঠনের মূল্যবান ফাইল সহ সম্পতি রক্ষনাবেক্ষন করা ও সাধারণ সভার রিপোর্ট তৈরী ও উপস্থাপন সাধারণ সম্পাদকের কাজ । তাছাড়া সভাপতি ও কোষাধ্যক্ষের সাথে সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সমিতির তহবিল পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে ।

ঘ) যুগ্ম সাধারণ সম্পাদকঃ সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ক্রমানুসারে যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকের রুটিন দায়িত্ব পালন করবেন । তাছাড়া সাধারণ সম্পাদকের প্রত্যাহিক কর্মকান্ডে সার্বক্ষনিক সহযোগিতা প্রদান ও কমিটি প্রদত্ত যে কোন দায়িত্ব যুগ্ম সাধারণ সম্পাদক পালন করবেন ।
ঙ) কোষাধ্যক্ষঃ কোষাধ্যক্ষ হচ্ছেন সংগঠনের প্রধান হিসাব রক্ষক । সংগঠনের সকল অর্থনৈতিক লেন দেন কোষাধ্যক্ষের মাধ্যমে পরিচালিত হবে ।তাছাড়া সাধারণ সভায় আয় ব্যয়ের রিপোর্ট তৈরী ও উপস্থাপন ও সংগঠনের যাবতীয় হিসাব নিকাশ সংরক্ষন করা কোষাধ্যক্ষের কাজ ।তবে সংগঠের অর্থ উত্তোলন করতে হলে কোষাধ্যক্ষের পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর লাগবে ।

চ) সাংগঠনিক সম্পাদকঃ সংগঠনের সদস্য সংগ্রহ সহ সাংগঠনির কাঠামো শক্তিশালী রাখা হচ্ছে সাংগঠনিক সম্পাদকের কাজ । সদস্য ফরম অনুমোধন ও সদস্যদের নিকট থেকে প্রাপ্ত অর্থ কোষাধ্যক্ষের নিকট বুঝিয়ে দেওয়া হচ্ছে সাংগঠনিক সম্পাদকের প্রধান কাজ ।

ছ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকঃ সংগঠনের প্রকাশিত সুভেনির ও ম্যাগাজিন সম্পাদনা ও প্রকাশের ব্যবস্থা করা ও সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনা সহ অনুষ্টান আয়োজনে তদারকি করা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের প্রধান কাজ ।

জ) প্রচার ও গণ সংযোগ সম্পাদকঃ সংগঠনের সকল কার্যক্রম প্রচার ও প্রসারে যথাযত উদ্যোগ গ্রহণ এই সম্পাদকের প্রধান কাজ । তাছাড়া সংগঠনের সংবাদ সংবাদ পত্রে প্রকাশের যথাযত ব্যবস্থা গ্রহণ ও পৌষ্টার লিফলেট সহ সকল প্রকার প্রকাশনার তদারক করা প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব ।

ঝ) ক্রীড়া ও চিত্ত বিনদন সম্পাদকঃ সংগঠন আয়োজিত বনভোজন অনুষ্টানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টান পরিচালনা করা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ক্রয় সহ ইফতার মাহফিল , বনভোজন ও অন্যান্য সকল অনুষ্টানে আপ্যায়নের ব্যবস্থা গ্রহণ ও তদারক করা ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদকের কাজ ।

ট) গণ শিক্ষা ও সমাজকল্যান সম্পাকঃ শিক্ষা ও ছাত্র-ছাত্রী সংশ্লিষ্ট সকল কার্যক্রম তদারকি করা ও শিক্ষা সংক্রান্ত অনুষ্টান আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজনের ব্যবস্থা করা ও হিন্দু সহ অপরাপর সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্টান পালনে সহযোগিতা করা ও দেশ ও প্রবাসে প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত মানুষকে প্রয়োজন মতো সহযোগিতা প্রদানে ব্যবস্থা গ্রহণ গণ শিক্ষা ও সমাজকল্যান সম্পাদকের কাজ ।

ড) আইন ও আন্তর্জাতিক সম্পাদকঃ প্রবাসে কমিউনিটির কল্যানে সংগঠন আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প তত্ত্বাবধায়ন ও ইমিগ্রেশন সুবিধা নিশ্চিত করতে আইনী সাহিয্য ব্যবস্থা তদারক করা আইন ও আন্তর্জাতিক সম্পাদকের কাজ ।

ঢ) সদস্যঃ সংগঠনের সভায় উপস্থিত হয়ে সাংগঠনিক কার্যক্রমে অংশ গ্রহণ ও সংগঠন প্রদত্ত দায়িত্ব পালন কার্যকরী সদস্যদের প্রধান কাজ ।

১১। মনোগ্রামঃ

Bangladeshi American Cultural Association Inc

১২। সংগঠনের কার্যালয়ঃ সংগঠনের কার্যক্রম পরিচালনায় একটি কার্যালয় থাকবে । স্থায়ী কার্যালয় নির্মিত না হওয়া অবদি যে কোন আবাসিক অথবা বানিজ্যিক ভবনকে কমিটির অনুমোধন সাপেক্ষে সংগঠনের কার্যালয় হিসাবে ব্যবহার করা যাবে ।

১৩। কার্যকরী কমিটি ও বোর্ড অব ট্রাষ্টির সভাঃ সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রতি দুই মাসে একবার কার্যকরী কমিটির ও বছরে একবার বোর্ড অব ট্রাষ্টির সভা অনুষ্টিত হবে । তাছড়া বিশেষ প্রয়োজনে জরুরী সভা করা যাবে ।

১৪ । বোর্ড অব ট্রাষ্টির কার্যাবলীঃ সংগঠনের সামগ্রিক কর্মকান্ডে কার্যকরী কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ সহ সার্বিক সহযোগীতা প্রদান বোর্ড অব ট্রাষ্টি প্রধান কাজ । সংগঠনের দৈনন্দিত কার্যক্রম ছাড়া কোন কিছু করতে হলে বোর্ডঅব ট্রাষ্টির অনুমোধন নিয়ে করতে হবে । এ ক্ষেত্রে প্রয়োজনে যৌথ সভা করা যেতে পারে ।বোর্ড অব ট্রাষ্টির সদস্য পদটি মুলত একটি সম্মানজনক পদ । তাই সংগঠনের সকল অনুষ্টানে তাদেরকে যথাযত সম্মান দিতে হবে ।

১৫।ক্ষমতা হস্থান্তরঃ এসোসিয়েশনের নতুন কমিটি গঠনের নুন্যতম একমাসের মধে্য বিদায়ী কমিটি নির্বাচন কমিশনের উপস্থিতিতে নতুন কমিটির নিকট ক্ষমতা হস্থান্তর করবে ।

১৬ । অব্যাহতি , বহিস্কার ও কারণ দর্শাও নোঠিশঃ এসোসিয়েশনের কোন কর্মকর্তা কিংবা সদস্য সংবিধান লঙ্গন ও সংগঠন বিরোধী কোন কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তাকে স্বপদ থেকে অব্যাহতি সহ সংগঠন থেকে বহিস্কার করা যাবে । তবে উল্লেখিত শাস্থিমূলক ব্যবস্থা গ্রহণের পূর্বে অভিযুক্ত ব্যক্তিকে নুন্যতম এক সপ্তাহ সময় দিয়ে শোকজ নোটিশ প্রদান করে আত্নপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ।

১৭।অনাস্থা প্রস্থাবঃ এসোসিয়েশনের কোন কর্মকর্তা কিংবা সদস্য স্বেচ্ছাচারিতা কিংবা অসদাচরণে লিপ্ত হলে কার্যকরী কমিটির সভায় সংখ্যাগরিষ্টের মতামত ক্রমে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্থাব এনে তাকে দায়িত্ব থেকে অপসারন করা যাবে । তবে এ অপসারণের নুন্যতম ১৫ দিনের মধে্য সাধারণ সভা ডেকে অনুমোধন নিতে হবে । সাধারণ সভার অনুমোধন ব্যতিত যে কোন অনাস্থা কিংবা অপসারণ অকার্যকর বলে গণ্য হবে ।

উপসংহারঃ


উল্লেখিত ১৭ টি দফা ও সংশ্লিষ্ট সকল উপ দফা বাংলাদেশী আমেরিকান কালচারেল এসোসিয়েশনের সংবিধান হিসাবে পরিগনিত হবে । কেবলমাত্র সাধারণ সভার অনুমোধন ক্রমে এই সংবিধান কার্যকর ও প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন করা যাবে ।

Comments are closed.