All Past Events

গ্লেন আইল্যান্ড পার্কে বাকা’র বার্ষিক বনভোজন ২০২৫

তারিখঃ আগস্ট ১০, ২০২৫
Error: please reset time.
স্থানঃ Glen Island park, Pavilion 3, Weyman Ave, New Rochelle, NY 10805
POSTER-2X3-1 (1)

বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন এর বার্ষিক বনভোজন আগামী ১০ অক্টোবর ২০২৫ রবিবার গ্লেন আইল্যান্ড পার্কের ৩ নং প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে। বনভোজনে ছোটদের খেলাধূলার পাশাপাশি পুরুষ ও মহিলাদের খেলাধূলা ও বিনোদনের ব্যবস্থা থাকবে। থাকছে ক্যাশ মানি সহ আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও মুখরোচক মধ্যাহ্নভোজে। সকাল ১১টা থেকে বিকাল ৭টা পর্যন্ত বনভোজন চলবে। বাকা পরিবারের সবাই সহ বাকা’র সকল শুভানুধ্যায়ী সকলেই আমন্ত্রিত।

২৯ জুন রোববার বাকার ১০ম বাংলা মেলা

তারিখঃ জুন ২৯, ২০২৫
Error: please reset time.
স্থানঃ Zerega Ave, bronx, ny 10467
Poster-Final-

মেলা মেলা মেলা
দশম বাংলা মেলা

আমেরিকার বুকে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা। নিউইয়র্কের সবচেয়ে বড় মেলা, ‌‘‘ম্যাজেস্টিক টাচ্‌ বাংলা মেলা’’।

আগামী ২৯ জুন, রোববার বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে জমজমাট এই মেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ব্রঙ্কসের জেরেগা এভিনিউয়ে।

‘সাত সমুদ্র তের নদী, বাঙালিয়ানা নিরবধি’-এই স্লোগানে ঐতিহ্যের ছোঁয়া আর আনন্দ উল্লাসের এই মেলায় থাকছে কেনাকাটা, আড্ডাসহ সাংস্কৃতিক নানা আয়োজন।

মেলায় আকর্ষণ হিসেবে থাকছে তারকা শিল্পীদের বর্ণাঢ্য সংগীতায়োজন। এতে সংগীত পরিবেশন করবেন প্রতীক হাসান, বাউল কালা মিয়া, রেশমী মির্জা, শাহ্‌ মাহবুব ও স্থানীয় শিল্পীবৃন্দ। নৃত্যে থাকছে নিউইয়র্কের উদীয়মান নৃত্যশিল্পী মায়া এঞ্জেলিনা।

কেনাকাটার জন্য রকমারি স্টল ছাড়াও রয়েছে নানা বিনোদন সুবিধা, একদম ফ্রি।

প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন, ইউএনও গ্লোবাল পিস এম্বাসেডার, বীর মুক্তিযোদ্ধা ড. স্যার আবু জাফর মাহমুদ। এছাড়াও উপস্থিত থাকবেন নিউইয়র্ক সিটি অফিসিয়ালস ও মূলধারার রাজনীতিবিদরা ।

মেলা সবার জন্য উন্মুক্ত, তাই আপনারা সকলে স্বপরিবারে আমন্ত্রিত।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা চলবে।

আমন্ত্রণে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক্।

বাকা আন্তঃস্টেট ক্যারাম চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট ২০২৪

তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪
All-day event
স্থানঃ নীরব রেস্টুরেন্ট পার্টি হল
Carrom Tounament

প্রথমবারের মতো বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন আয়োজন করেছে আন্তঃস্টেট ক্যারাম চ্যাম্পিয়নশীপ। আগ্রহী টিমকে যথাসময়ে নাম তালিকাভুক্ত করতে অনুরোধ করা যাচ্ছে।

মহান বিজয় দিবস উদযাপন ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪
সময়ঃ ৫:০০ অপরাহ্ণ - ১১:০০ অপরাহ্ণ
স্থানঃ নীরব রেস্টুরেন্ট পার্টি হল
Bijoy Dibosh

মহান বিজয় দিবস উদযাপন ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আগামী ২৪শে ডিসেম্বর মঙ্গলবার ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক আঁকিয়েদের যথাসময়ে নাম তালিকাভুক্ত করতে হবে।

20241018_011858

বরেণ্য আইনজীবী জনাব এডভোকেট এম এ রাকিব এর আইন পেশায় পঞ্চাশ বছর পুর্তিতে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা ও মতবিনিময় সভা আগামী ২২শে অক্টোবর ২০২৪ মঙ্গলবার রাত ৭ ঘটিকায় স্টারলিং এর নিরব রেস্টুরেন্ট এর হলরুমে অনুষ্ঠিত হইবে। এতে সবার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।

বাকা’র ৯ম বাংলা মেলা ২১ জুলাই ২০২৪ ইং রবিবার

তারিখঃ জুলাই ২১, ২০২৪
All-day event
স্থানঃ Waterbury Ave (Btwn, Zerega & Seabury Ave) Bronx, NY
Poster

মেলা‼️ মেলা‼️ মেলা‼️ ৯ম বাংলা মেলা‼️

আসছে ২১ জুলাই রোববার ব্রঙ্কসের Waterbury Ave (Bet. Zerega and Seabury Ave) এ বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর People UP Street Fair 2024 ৯ম বাংলা মেলা। দেশীয় সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরা ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই বাংলা মেলায় থাকবে দেশীয় সংস্কৃতির সমাহার। জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনের পাশাপাশি থাকবে রকমারি দেশীয় পণ্য ও খাবারের সমাহার। আসুন, হাসি গানে, আড্ডায় আনন্দে উপভোগ করি বাঙালীয়ানায় ভরপুর একটি দিন।

বাকা’র এক দশকপূর্তি ও বার্ষিক বনভোজন ২০২৪

তারিখঃ জুন ৩০, ২০২৪
All-day event
স্থানঃ Glen Island Park
pOSTER 2 X 3

“সাত সমুদ্র তের নদী, বাঙালিয়ানা নিরবধি”

সুধী/স্বজন, আগামী ৩০শে জুন রবিবার নিউরসেল এর গ্লেন আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে নিউইয়র্কের অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা) এর একদশক পূর্তি ও বার্ষিক বনভোজন ২০২৪। বাকা’র এক দশকপূর্তি ও বনভোজনে আপনি/আপনারা সাদরে আমন্ত্রিত।

ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা ২০২৪

তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪
All-day event
20240128_005459

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা ২০২৪ আগামী ১৯শে মার্চ ২০২৪ ইংরেজি মঙ্গলবার পার্কচেস্টার এর গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

শিশু-কিশোর ক্বেরাত প্রতিযোগিতা সেদিন বেলা ২ ঘটিকায় গোল্ডেন প্যালেসের হলরুমে অনুষ্ঠিত হবে। ছেলে মেয়েদের আলাদা গ্রুপে প্রতিযোগিতায় ক গ্রুপে ৫ থেকে ১০ বছর এবং খ গ্রুপে ১১ থেকে ১৫ বছর এর প্রতিযোগীরা অংশ গ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের আগামী ১৫ই মার্চের মধ্যে নাম তালিকাভুক্ত করতে হবে।
বিজয়ীদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কারের সাথে প্রাইজমানি এবং অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কার।

20240103_201859

বাকা পরিবার সদস্য সৈয়দ ইলিয়াস খসরু’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সবার উপস্থিতি ও দোয়া কামনা করি।

মহান বিজয় দিবস উদযাপন ও অভিষেক ২০২৩

তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩
All-day event
স্থানঃ Golden palace, parkchester, Bronx
Poster

নিউইয়র্কের অন্যতম বৃহৎ ও সক্রিয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর মহান বিজয় দিবস উদযাপন ও অভিষেক অনুষ্ঠান ২০২৩ আগামী ১৯শে ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনি / আপনারা সাদরে আমন্ত্রিত।
🟥 বিশেষ আকর্ষণ বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা 🟥 বিকেল ৩ ঘটিকায় স্টারলিং বাংলাবাজার প্রদক্ষিণ করবে। বাংলাদেশের এর বিজয় শোভাযাত্রায় সাবাইকে অংশ গ্রহণের বিশেষ অনুরোধ রইলো।
বিজয় শোভাযাত্রা শেষে সন্ধ্যা সাড়ে ৪টায় গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানমালায় থাকবে, 🔴বিজয় দিবসের আলোচনা 🔴জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা 🔴 নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ 🔴 সঙ্গীতানুষ্ঠান 🔴 কবিতা আবৃত্তি 🔴 নৃত্যানুষ্ঠান 🔴
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক্ সর্বস্তরের মানুষের সক্রিয় উপস্থিতি কামনা করে।

Comments are closed.