বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের নিয়মিত সক্রিয়তার ধারাবাহিকতায় বৈশ্বিক দুর্যোগ করোনা প্যান্ডামিকের কারনে এবারের মহান বিজয় দিবস ২০২০ ভার্চুয়ালী উদযাপন করা হয়েছে।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আব্দুল হাসিম হাসনু, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খান, বাংলাদেশ থেকে অংশ নেন বিশিষ্ট রাজনীতিবিদ কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ইউ এস এর সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অব ইউ এস এর সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, জামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর চৌধুরী, ফেঞ্চুগন্জ অর্গানাইজেশন অব ইউ এস এর সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী,মুলধারার রাজনীতিবিদ এবং আগামী নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক ১৮ থেকে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ এন মজুমদার,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রহিম বাদশা, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান মাহবুবুল আলম, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক এবং সংগঠনের কার্যকরী পরিষদ সদস্য জে মোল্লা সানী, সুনামগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু, ইংলেন্ড থেকে অংশ নেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আদনান চৌধুরী, সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদী মিন্টু, ফয়সল আহমেদ, সহ সাধারণ সম্পাদক আলমগীর শামীম,কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মুমিত তানিম, স্কুল ও সমাজ সেবা সম্পাদিকা সালমা সুমি।
কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট লেখক ও কবি রেহানুজ্জামান রেহান, সংগঠনের সহ সাধারণ সম্পাদিকা বিশিষ্ট কবি ও লেখিকা মাকসুদা আহমেদ এবং বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক কর্মী মনিরুল ভুইয়া টিটু।
সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধ সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করে কানাডা থেকে অংশ নেয়া দুই শিশু জায়ান চৌধুরী ও আদিয়ানা চৌধুরী এবং সর্বশেষে বেশ কয়েকটি জনপ্রিয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে অংশ নেয়া জনপ্রিয় বাউল শিল্পী কালা মিয়া।



