৬ ফেব্রুয়ারি শনিবার রাত নয়টায় বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর কার্যকরী কমিটির সভা (ভার্চুয়াল) সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্টাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সহ সভাপতি রেহানুজ্জামান রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মাকসুদা আহমদ, কোষাধ্যক্ষ কবি শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ ইলিয়াছ খছরু মোহাম্মদ রনি প্রমুখ। সভায় অমর একুশের অনুষ্ঠান ভার্চুয়েলী করার সিন্ধান্ত নেওয়া হয়। সভায় কবি মাহসুদা আহমেদ কে আহবায়ক, এমডি আলাউদ্দিনকে সদস্য সচিব ও কবি শাহ বদরুজ্জামান রুহেলকে প্রধান সমন্বয়কারী করে ৭ সদস্য বিশিষ্ট ২১শে উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন কবি হাবিব ফয়েজি, সালমা সুমী, সোহেল আহমদ ও চৌধুরী মুমিত তানিম । কর্মসূচীর মধ্যে রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা ও কবিতা আবৃতি এবং স্টারলিং এভিনিউর শহীদ মিনারে আনুষ্ঠানিক পুস্পার্ঘ্য অর্পন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী ।
সভায় সংগঠনের স্কুল শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সালমা শুমির পিতা মিয়া মোহাম্মদ দাউদের আশু রোগ মুক্তি কামনা করা হয়।

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর ভার্চুয়াল কর্মসূচিঃ

জাতীয় শোক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়াল আলোচনা ও কবিতা পাঠের আসর হবে ২০শে ফেব্রুয়ারি ২০২১ শনিবার রাত সাড়ে ৮টায়।
ভার্চুয়াল অনুষ্ঠান শেষে এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনের শহীদ মিনারের ম্যুরালের সামনে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

জুম কনফারেন্সঃ ZOOM ID : 4554509110
PASSWORD : 346835

শেয়ার করুন
Bookmark the permalink.