আজ ৭ ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট লেখক ও গুণী সংগঠক, কমিউনিটি নেতা আহবাব চৌধুরী খোকন এর ইংল্যান্ড প্রবাসী চাচা বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব আশরাফ হোসেন চৌধুরী মুক্তা লুঠনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ইংল্যান্ডের লুঠনে বসবাস করে আসছিলেন। তিনি স্ত্রী,তিন পুত্র,তিন কন্যা,এক ভাই ,এক বোন সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী’র চাচা আশরাফ চৌধুরী’র মৃত্যুতে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ গভীরভাবে শোকাহত। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী সংগঠনের সবার পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

শেয়ার করুন
Bookmark the permalink.