বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সহ সভাপতি ও ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকু’র বড় ভাই ইংল্যান্ড প্রবাসী ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে’র অন্যতম সদস্য, প্রবীণ মুরব্বী হাজী ছনু মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ লন্ডনের লুটনে নিজ বাসায় ইন্তেকাল করিয়াছেন। উল্লেখ্য যে মরহুম হাজী ছনু মিয়া ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও নছর টিলার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করে আসছিলেন। তিনি লন্ডনে ফেঞ্চুগঞ্জ বাসীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে কমিউনিটি একজন নিঃস্বার্থ অভিভাবক হারালো যার শূন্যস্থান পূরণ হবার নয়।
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সকল সদস্যপদ ও কর্মকর্তাবৃন্দ সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন লুকু’র ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাকা পরিবারের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানান। এদিকে অপর এক শোকবার্তায় বাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সোসাইটি’র ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু অনুরূপ শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমের ভাই লোকমান হোসেন লুকু তাঁর ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।



