মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বুকে বাংলা ভাষাভাষীদের অন্যতম বৃহত্তম সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালী আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এম হালিম খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড, এবং আগামী সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক ১৮ থেকে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ এন মজুমদার । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাবীব ফয়েজী, সবাইকে স্বাগত জানিয়ে সুচনা বক্তব্য রাখেন সংগঠনের স্কুল ও সমাজ সেবা সম্পাদক এবং আয়োজক কমিটির সদস্য সচিব মিসেস সালমা সুমি।

ভার্চুয়াল আয়োজনে আরও বক্তব্য রাখেন রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ, ময়নুল হক চৌধুরী হেলাল, সভাপতি জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ, মন্জুর আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জামাইকা মুসলিম সেন্টার , আব্দুল হাসিম হাসনু, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ, মোশারফ হোসেন, পরিচালক সাহিত্য একাডেমী, বিশিষ্ট কবি সাহিত্যক সোনিয়া কাদির, আব্দুল মোছাব্বির, সাবেক সহ সভাপতি জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ, মাওলানা রশীদ আহমেদ, সভাপতি জৈন্তা ফাউন্ডেশন অব ইউএসএ, মোহাম্মদ সামাদ মিয়া জাকারিয়া, সভাপতি বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, তৌফিকুল আম্বিয়া টিপু, সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ।
বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশ অব ইউএসএর সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, কার্যনির্বাহী সদস্য মান্না মুনতাসির, সাবেক প্রচার সম্পাদক জাবেদ আহমেদ,ওসমানী নগর এসোসিয়েশন অব ইউএসএর সভাপতি বশির উদ্দিন, প্রবাসী ভয়েজের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়েদ আনসারী, প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আজাদ পাটোয়ারী, শ্রীমঙ্গল সমিতি অব ইউএসএর সাধারণ সম্পাদক চমন এলাহি,কমিউনিটি এক্টিভিস্ট লায়লা নাহার, সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি ও আয়োজন কমিটির আহবায়ক মোহাম্মদ সাদি মিন্টু,সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি রেহানুজ্জামান,কোষাধক্ষ্য কবি শাহ বদরুজ্জামান রুহেল, সহ সাধারণ সম্পাদক ও আয়োজন কমিটির প্রধান সমন্বয়কারী শাহ কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক কবি লেখক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম ডি আলা উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম।

সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার অবনী কুন্ডু, কবি হাবীব ফয়েজী এবং কয়েকটি দেশত্ববোধক গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী শাহ মাহবুব।

অনুষ্ঠানের সফল সমাপ্তি মুহুর্তে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন
Bookmark the permalink.