যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। অফিস- বাসা-রাস্তাঘাট সবখানেই ব্যস্ততার প্রতিচ্ছবি। প্রবাসের ব্যস্ত জীবন, দম ফেলার ফুসরত নেই কারো। এরই মাঝে প্রাণে আনন্দের পরশ দিয়ে গেল বাংলা মেলা। নিউইয়র্কের ব্রঙ্কসের ওয়াটারবেরী এভিনিউতে বাঙালিরা মেতে উঠেন প্রাণের উচ্ছ্বাসে। রবিবার (৬ আগস্ট) বাংলা সিডিপ্যাপ এন্ড আলেগ্রা অষ্টম বাংলা মেলার আয়োজন করে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন। প্রায় দশ সহস্রাধিক মানুষের সমাগমে পরিপূর্ণ এই বাংলা মেলার ভার্চুয়াল উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, পিপল আপের প্রেসিডেন্ট ড. স্যার আবু জাফর মাহমুদ।
বর্ণাঢ্য এই মেলায় উপস্থিত হয়েছিলেন নিউনিয়র্ক সিটি মেয়র এরিক এডামস। মেয়র এডামস তার বক্তব্যে এরকম সফল মেলা আয়োজন এবং এতো বিপুল মানুষের সমাবেশ ঘটানোয় আয়োজক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানান এবং আগামীতে সংগঠনের সাথে যেকোন কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
ব্রঙ্কস ডিস্ট্রিক্ট এটর্নি ডেরেস ক্লার্ক ব্রঙ্কসে বাংলা মেলার সুন্দর ও সফল আয়োজনের জন্যে বাকা’র প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংগঠনের বিদায়ী সভাপতি আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় এবং বিশিষ্ট উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি মাকসুদা আহমেদ, সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, মেলা কমিটির আহবায়ক ও সংগঠনের সহ সভাপতি আহমদ ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক এমডি আলা উদ্দিন, মেলা কমিটির সদস্য সচিব ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, স্কুল শিক্ষা ও সমাজসেবা সম্পাদক ও মেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সালমা সুমী, প্রচার ও গণসংযোগ সম্পাদক লিয়াকত আলী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রহমান দুলাল, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, আব্দুর রহিম বাদশা, রিয়াজ উদ্দিন আহমেদ কামরান, রেজা আব্দুল্লাহ।
এছাড়াও সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সাদি মিন্টু ,সৈয়দ ইলিয়াস খসরু, কোষাধ্যক্ষ মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু ,কার্যকরী সদস্য জে মোল্লা সানি, চৌধুরী মোমিত তানিম উপস্থিত ছিলেন।
কমিউনিটির বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন, টাইম টিভির সিইও আবু তাহের, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, কমিউনিটি এক্টিভিস্ট ড. জুন্নুন চৌধুরী, শেখ আল মামুন, শাহ জে চৌধুরী, সিপাএ আহাদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া, সেবুল খান মাহবুব, আমিনুল হক চুন্নু, কবি জুলি রহমান, মাসুম আহমেদ, সৈয়দ গৌসুল হোসেন, সামাদ মিয়া জাকের, তোফায়েল লিটন চৌধুরী, এবাদ চৌধুরী, ড. কাওসার আব্দুস, সৈয়দ এনাম আহমেদ, সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, শেফ খলিলুর রহমান,কমিউনিটি এক্টিভিস্ট জামাল হোসেন, মোতাসিম বিল্লাহ তুষার,আব্দুর রব কাওসার, মোহাম্মদ তৌফিক আলম, আলী আহমেদ,ফয়জুন্নুর চৌধুরী, আব্দুল মোমিন, খবির উদ্দিন ভূইয়া, সাংবাদিক শাখাওয়াত সেলিম, সিদ্দিকুর রহমান সুমন।
মেলার সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী, রিজিয়া পারভীন, বাউল কালা মিয়া, নৃত্য পরিবেশন করেন নিউইয়র্কের উদীয়মান নৃত্য শিল্পী মায়া এঞ্জেলিনা।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি সারওয়ার চৌধুরী মেলার সফল আয়োজন ও সার্বিক সহযোগিতা করায় স্পন্সর বাংলা সিডিপ্যাপ এন্ড আলেগ্রা, এইচ ব্রুশ ফিসার, স্টার্লিং ডায়গনস্টিক, হোমব্রীজ মর্গেজ, রিয়েল এস্টেট ইনভেস্টের নুরুল আজিম, আহাদ আলী এন্ড কোং, গ্রী মেকানিকেল ইয়ঙ্কার্স, খলিল বিরীয়ানী, পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলিটি, ফাতেমা ব্রাদার্স ইনক, মামুনস টিউটোরিয়াল, আল আকসা রেস্টুরেন্ট, সিলেট মটরস, শাহ গ্রুপ, এক্সিট রিয়েলিটি, পেরী ডি সিলভা, মেডোব্রুকের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল সংগঠনের স্লোগান সাত সমুদ্র তের নদী, বাঙালীয়ানা নিরবধি আলোকে বাঙালি সংস্কৃতি ও কৃষ্টি বাংলাদেশি আমেরিকান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবার অঙ্গীকার ব্যক্ত করে এর প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে মেলায় আগত সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীতেও বাকা’র বিভিন্ন কার্যক্রমে সবার এরকম স্বতস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতা কামনা করে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।।








