এন্টিবডি টেষ্টিং এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সম্পন্ন
গতকাল ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে ফ্রি এন্ট্রি বডি টেষ্টিং ও মাস্ক ও স্যানিটাইজার বিতরন অনুষ্ঠান পার্কচেষ্টার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও প্রাক্তন সভাপতি আব্দুল হাসিম হাসনু । এন্টিবডি টেস্টিং স্পন্সর করেন রোকন হাকিম মাল্টি মিডিয়া সার্ভিস, লংজিভিটি হোম সার্ভিস ও এস এন মেডিক্যাল সার্ভিস । অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেটের এইটি সেভেন ডিসট্রিক্ট থেকে নির্বাচিত এসেম্বলী ওমেন কেরিনা রেইস, বিশেষ অতিথি ছিলেন ডিসট্রিক্ট লিডার জাষ্টিন ওয়েষ্ট ব্রুক ও মূলধারার রাজনীতিবিদ বিএসিসি এর প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার , জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এর অন্যতম কর্মকর্তা রোকন হাকিম ও মান্না মোনতাসির , অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন এর সভাপতি জুনেদ আহমদ চৌধুরী , হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রাক্তন সভাপতি মাহবুব আলম, পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, মেনটেইনেন্স সেক্রেটারি ফটিক মিয়া, কমিউনিটি এক্টিভিষ্ট নুরে আলম জিকু প্রমুখ ।বক্তব্য রাখেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, আহমদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম , কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন , প্রচার সম্পাদক সোহেল আহমদ, ক্রীড়া ও চিত্ত বিনোদন সম্পাদক হেলাল আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজি ।
শেয়ার করুন
Bookmark the permalink.