Date: আগস্ট ১০, ২০২৫
Error: please reset time.
Location: Glen Island park, Pavilion 3, Weyman Ave, New Rochelle, NY 10805
Events

বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন এর বার্ষিক বনভোজন আগামী ১০ অক্টোবর ২০২৫ রবিবার গ্লেন আইল্যান্ড পার্কের ৩ নং প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে। বনভোজনে ছোটদের খেলাধূলার পাশাপাশি পুরুষ ও মহিলাদের খেলাধূলা ও বিনোদনের ব্যবস্থা থাকবে। থাকছে ক্যাশ মানি সহ আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও মুখরোচক মধ্যাহ্নভোজে। সকাল ১১টা থেকে বিকাল ৭টা পর্যন্ত বনভোজন চলবে। বাকা পরিবারের সবাই সহ বাকা’র সকল শুভানুধ্যায়ী সকলেই আমন্ত্রিত।

শেয়ার করুন
Bookmark the permalink.