Date: ডিসেম্বর ১৯, ২০২৩
All-day event
Location: Golden palace, parkchester, Bronx
Events

নিউইয়র্কের অন্যতম বৃহৎ ও সক্রিয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর মহান বিজয় দিবস উদযাপন ও অভিষেক অনুষ্ঠান ২০২৩ আগামী ১৯শে ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনি / আপনারা সাদরে আমন্ত্রিত।
🟥 বিশেষ আকর্ষণ বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা 🟥 বিকেল ৩ ঘটিকায় স্টারলিং বাংলাবাজার প্রদক্ষিণ করবে। বাংলাদেশের এর বিজয় শোভাযাত্রায় সাবাইকে অংশ গ্রহণের বিশেষ অনুরোধ রইলো।
বিজয় শোভাযাত্রা শেষে সন্ধ্যা সাড়ে ৪টায় গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানমালায় থাকবে, 🔴বিজয় দিবসের আলোচনা 🔴জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা 🔴 নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ 🔴 সঙ্গীতানুষ্ঠান 🔴 কবিতা আবৃত্তি 🔴 নৃত্যানুষ্ঠান 🔴
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক্ সর্বস্তরের মানুষের সক্রিয় উপস্থিতি কামনা করে।

শেয়ার করুন
Bookmark the permalink.