মেলা মেলা মেলা
দশম বাংলা মেলা
আমেরিকার বুকে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা। নিউইয়র্কের সবচেয়ে বড় মেলা, ‘‘ম্যাজেস্টিক টাচ্ বাংলা মেলা’’।
আগামী ২৯ জুন, রোববার বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আয়োজনে জমজমাট এই মেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ব্রঙ্কসের জেরেগা এভিনিউয়ে।
‘সাত সমুদ্র তের নদী, বাঙালিয়ানা নিরবধি’-এই স্লোগানে ঐতিহ্যের ছোঁয়া আর আনন্দ উল্লাসের এই মেলায় থাকছে কেনাকাটা, আড্ডাসহ সাংস্কৃতিক নানা আয়োজন।
মেলায় আকর্ষণ হিসেবে থাকছে তারকা শিল্পীদের বর্ণাঢ্য সংগীতায়োজন। এতে সংগীত পরিবেশন করবেন প্রতীক হাসান, বাউল কালা মিয়া, রেশমী মির্জা, শাহ্ মাহবুব ও স্থানীয় শিল্পীবৃন্দ। নৃত্যে থাকছে নিউইয়র্কের উদীয়মান নৃত্যশিল্পী মায়া এঞ্জেলিনা।
কেনাকাটার জন্য রকমারি স্টল ছাড়াও রয়েছে নানা বিনোদন সুবিধা, একদম ফ্রি।
প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন, ইউএনও গ্লোবাল পিস এম্বাসেডার, বীর মুক্তিযোদ্ধা ড. স্যার আবু জাফর মাহমুদ। এছাড়াও উপস্থিত থাকবেন নিউইয়র্ক সিটি অফিসিয়ালস ও মূলধারার রাজনীতিবিদরা ।
মেলা সবার জন্য উন্মুক্ত, তাই আপনারা সকলে স্বপরিবারে আমন্ত্রিত।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলা চলবে।
আমন্ত্রণে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক্।



