“সাত সমুদ্র তের নদী, বাঙালিয়ানা নিরবধি”
সুধী/স্বজন, আগামী ৩০শে জুন রবিবার নিউরসেল এর গ্লেন আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে নিউইয়র্কের অন্যতম সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা) এর একদশক পূর্তি ও বার্ষিক বনভোজন ২০২৪। বাকা’র এক দশকপূর্তি ও বনভোজনে আপনি/আপনারা সাদরে আমন্ত্রিত।



