নোটিশঃ বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের কার্যকরী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যদের সদয় অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ২৬শে সেপ্টেম্বর, রোজ শনিবার, সন্ধ্যা সাড়ে সাতটায় স্টার্লিংস্থ এশিয়ান ড্রাইভিং স্কুল (2099 Starling Ave Bronx 10462) সংগঠনের ওয়েবসাইট ওপেনিং এবং বার্ষিক সদস্য নবায়ন ও বিবিধ বিষয়ে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। ওয়েবসাইট ওপেন করবেন সংগঠনের প্রাক্তন সভাপতি এবং অন্যতম কার্যকরী সদস্য জনাব আব্দুল হাসিম হাসনু। উক্ত সাংগঠনিক সভায় সবার সক্রিয় উপস্থিতি একান্ত কাম্য।
অনুরোধক্রমে;

আহবাব চৌধুরী খোকন, সভাপতি ও সারওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক

শেয়ার করুন
Bookmark the permalink.