বাকা’র সাধারণ সভা অনুষ্ঠিত ।। সৈয়দ ইলিয়াস খছরুকে
নতুন সহ সভাপতি ও জুহেল মাহবুব ইসিকে কার্যকরী সদস্য ।। ১লা আগষ্ট বনভোজন এবং ২৭শে জুন প্রকাশনা অনুষ্ঠান।
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক এর কার্যকরী কমিটির এক সভা অদ্য ২৯শে মে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুলে অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি জনাব আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব সারওয়ার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের বক্তব্য রাখেন প্রতিষ্টাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদি মিন্টু, আহমদ ফয়সল,যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, শাহ কামাল আহমদ, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল , সাংগঠনিক সম্পাদক এম ডি আলা উদ্দিন , প্রচার ও গণসংযোগ সম্পাদক সোহেল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজি, স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মুমিত তানিম ও কার্যকরী কমিটির সদস্য সহিদুল ইসলাম ।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন। সভায় কার্যকরী কমিটির সিনিয়ার সদস্য মোহাম্মদ জে মোল্লা সানি’র পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় সংগঠনের সহ সভাপতি স্থায়ী ভাবে নিউইয়র্ক ত্যাগ করায় উনার অনুপস্থিতিতে সহ সভাপতি পদ শূন্য হওয়ায় সংগঠনের সিনিয়ার সদস্য সৈয়দ ইলিয়াস খছরুকে সহ সভাপতি পদে পদোন্নতি দিয়ে নিউইয়র্কের বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট মাহবুব জুহেলকে কার্যকরী সদস্য হিসাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় ।
সভায় আগামী ১লা আগষ্ট সংগঠনের বনভোজন করার সিন্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনের সিনিয়ার সহ সভাপতি লোকমান হোসেন লুকুকে আহবায়ক, প্রচার ও গণসংযোগ সম্পাদক সোহেল আহমদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি বনভোজন প্রস্তুতি কমিটি গঠন করা হয় ।
এছাড়া সভায় আগামী ২৭শে জুন রবিবার ব্রঙ্কসে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন লিখিত ভ্রমন কাহিনী মূলক বই জিরো পয়েন্ট ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী লিখিত গল্প বই কাঙাল ভালোবাসা ও বোহেমিয়ান ভাবনা ” এর প্রকাশনা অনুষ্ঠান করার সিন্ধান্ত নেওয়া হয়। এই ব্যাপারে সংগঠনের কোষাধ্যক্ষ কবি শাহ বদরুজ্জামান রুহেলকে আহবায়ক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজিকে সদস্য সচিব ও সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক কবি মাকসুদা আহমদকে প্রধান সমন্বয়কারী করে একটি প্রকাশনা প্রস্তুতি কমিটি গঠন করা হয় ।
সভায় সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার ব্যাপারে বিভিন্ন সিন্ধান্ত নেওয়া হয় ।


