সিলেট ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) এর মাননীয় সাংসদ, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের মহাসচিব, সামাদ গ্রুপ এর সত্ত্বাধিকারী ও চেয়ারম্যান জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী (কয়েস) এমপি আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ২ টা ৪০ মিনিটের সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন।
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর সভাপতি, বিশিষ্ট লেখক ও কমিউনিটি নেতা আহবাব চৌধুরী খোকন এর চাচা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে দেশের ও প্রবাসের অন্যান্য সবার সাথে আমরা বাকা পরিবারও গভীরভাবে শোকাহত।
বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর পক্ষ থেকে সিনিয়র সহ সভাপতি জাকির আহমদ ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আহবান জানিয়েছেন মাহমুদ উস সামাদ চৌধুরী’র ভাতিজা আহবাব চৌধুরী খোকন।

শেয়ার করুন
Bookmark the permalink.